আমি তোমাকে চিনি

পাঁচমিশালী কৌতুক March 14, 2018 2,103
আমি তোমাকে চিনি

লালু বিদেশ থেকে ফেরত এসেছে. . .


চাচা : লালু, বিদেশে অনেক দিন থাকলা। ইংরেজি তো জানো মনে হয়?


লালু : তা তো অবশ্যই!


চাচা : তাহলে বল তো, ‘আমি তোমাকে চিনি’ ইংরেজি কী?


লালু : এটা তো সহজ, আই সুগার ইউ!


চাচা : বাহ্ ভালো! এবার বল তো, ‘ভালোবাসা’ ইংরেজি কী?


লালু : ভাব নিয়ে! গুড হাউজ!