রাস্তায় ভিআইপি লেন করার প্রস্তাব দেখে আরো অনেকে অনেক লেনের প্রস্তাব দিয়েছেন। প্রিয় পাঠক, আসুন আমরা সেই প্রস্তাবগুলো দেখে নিই।
১. ফেসবুক সেলিব্রেটি লেন
বাংলাদেশে এখন ফেসবুক সেলিব্রেটি বেশি। সুতরাং তাঁদের সুযোগ-সুবিধা করে দিতে তাঁদের জন্য তৈরি করা যেতে পারে রাস্তায় আলাদা লেন।
২. মোবাইল ফোন লেন
অনেক ছেলেমেয়ে রাস্তায় হেঁটে হেঁটে নিচের দিকে চেয়ে মোবাইল গুঁতোগুঁতি করে। এতে তাদের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। তাই তাদের জন্য করা যেতে পারে আলাদা লেন।
৩. প্রেমিক-প্রেমিকা লেন
প্রেমিক-প্রেমিকাদের জন্য লেন খুব জরুরি। কেননা, তারা গল্পগুজব করার জন্য পর্যাপ্ত জায়গা পায় না। ফলে রেস্টুরেন্টে গিয়ে বসতে হয়। আর রেস্টুরেন্টে গেলে তো বাড়তি খরচ। সুতরাং মানবিক দিক বিবেচনা করে তাদের জন্য আলাদা লেন দেওয়া যেতে পারে।