নিউটনের সূত্রের ফেসবুকীয় ভার্সন

মজার সবকিছু March 8, 2018 2,540
নিউটনের সূত্রের ফেসবুকীয় ভার্সন

প্রথম সূত্র : বেশি বেশি ট্যাগ না করলে ছেলেদের ছবি চিরকালই unliked থাকবে; কিন্তু মেয়েদের ছবিতে লাইকের পরিমাণ সুষম হারে বৃদ্ধি পাবে।


দ্বিতীয় সূত্র : কোনো ছাত্রের পরীক্ষার নম্বরের পরিমাণ তার ফেসবুকে ব্যয়িত সময়ের ব্যস্তানুপাতিক। ব্যয়িত সময় যত বেশি হবে, প্রাপ্ত নম্বর তত কম হবে। ব্যয়িত সময় ন্যূনতম হলে প্রাপ্ত নম্বর সর্বাধিক হবে।


তৃতীয় সূত্র : প্রত্যেক poke-এরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়াবিশিষ্ট back poke আছে।