বিজ্ঞানের মজার ৭ তথ্য, যা আপনি নাও জানতে পারেন

জানা অজানা March 8, 2018 3,518
বিজ্ঞানের মজার ৭ তথ্য, যা আপনি নাও জানতে পারেন

বিজ্ঞানীরা প্রতিনিয়ত এমন সব তথ্য জানতে পারছেন, যা আগে জানা যায়নি। এ কারণে বিজ্ঞানের জ্ঞানেরও যেন কোনো শেষ নেই। তেমনই কিছু আগ্রহউদ্দীপক তথ্য তুলে ধরা হলো এ লেখায়-


১. প্রতি বছরের গ্রীষ্মে আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তাপ বৃদ্ধি পেলে পদার্থের আকারও বৃদ্ধি পায়- এ বিষয়টি অনেকেরই জানা রয়েছে। আর এ কারণেই আইফেল টাওয়ারের উচ্চতা গ্রীষ্মকালে অতিরিক্ত তাপে বৃদ্ধি পায়।


২. বিশ্বের অক্সিজেন চাহিদার প্রায় ২০ শতাংশ মেটায় অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গলের এই বিশাল আকৃতির বিষয়টি অনেকে কল্পনাও করতে পারেন না। এর ভূমি রয়েছে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গকিলোমিটার।


৩. মেরুভল্লুক ইনফ্রারেড ক্যামেরাতে ধরা পড়ে না। যদিও অন্যান্য প্রাণীরা এতে ধরা পড়ে। মূলত মেরু ভল্লুকের দেহের ভেতরে তাপ ধরে রাখার ব্যবস্থা অত্যন্ত উন্নত হওয়ায় এমনটা হয়। মেরুর পরিবেশে থাকলেও তারা দেহের ভেতরে তাপ সংরক্ষণ করতে পারে দক্ষভাবে। ফলে তাপ বিচ্ছুরণ হয় না। এ কারণে ইনফ্রারেড ক্যামেরাতেও তারা ধরা পড়ে না।


৪. সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট ১৯ সেকেন্ড প্রয়োজন হয়। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার। তবে পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্বও কম নয়। এ কারণেই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে এ সময় লাগে।


৫. মানুষের পেটেও শক্তিশালী অ্যাসিড রয়েছে। এ অ্যাসিড এতই শক্তিশালী যে তা একটি রেজর ব্লেডকেও হজম করতে পারে।


6. সূর্যের চারপাশে প্রায় সব গ্রহই ঘড়ির কাটার দিকে ঘুরে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো শুক্র। এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে।


৭. মহাকাশের রহস্য অসীম। মানুষের পক্ষে যতটা সম্ভব জানা হয়েছে তা বাস্তবে অতি সামান্য। বিজ্ঞানীরা এখনও প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারছেন। এ জানা হয়ত কোনোদিনই সম্পূর্ণ হবে না।


সূত্র : দুবাই পোস্ট