![জেনে নিন কোন সময় যৌন সম্পর্কে হলে গর্ভধারণ নিশ্চিত হয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-68ce24b138b67dd2467bd3d51a3a316c.jpg&w=144&h=96)
![কোন মহিলাকে কী উপহার দিলে তিনি খুশি হবেন, বলে দিচ্ছে রাশিফল](https://bdup24.com/media/2018/03/janabd-1dd80b6cb3f73b4f3224da0b2373058a.jpg)
উপহার ছোট হোক বা বড়, তা যদি আন্তরিক হয়,তাহলে তা সকলেরই মন জয় করে নিতে পারে। উপহার কোনও দিনই তাঁর আর্থিক মূল্যের দাঁড়িপাল্লায় মাপা যায় না। তবে সে উপহার যদি কারোর পছন্দের সঙ্গে মিলে যায়, তাহলে সেই 'পাওনা'র গুরুত্ব আরও বেড়ে যায়। দেখে নেওয়া যাক , কোন মহিলা কোন ধরনের উপহার পছন্দ করেন, তার রাশির ভিত্তিতে।
মেষ রাশি
মেষরাশির জাতিকারা সাধারণত পছন্দ করেন কিছু রোমাঞ্চকর বিষয়বস্তু। তাই কোনও অ্যাডভেঞ্চার করার মতো জায়গায়া বেড়াতে নিয়ে যাওয়া বা গেজেট, গেমস জাতীয় উপহার তাঁরা পছন্দ করে থাকেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা পছন্দ করেন গয়না। এছাড়াও তাঁদের বৈশিষ্টের সঙ্গে মিলে যাওয়া পছন্দ বলছে, ফুলের তোড়াও তাঁদের বেশ পছন্দের বিষয়। এঁরা সাধারণত কেনাকাট করতে বেশ পছন্দ করেন। তাই শপিং -এ নিয়ে গেলেও এঁরা খুশি হয়ে যান।
মিথুন
মিথুন রাশির জাতিকারা কথা বলতে খুব পছন্দ করেন। তাই প্রেমিক যদি তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন, এই রাশির জাতিকারা তাতেও গলে যান। কিংবা দূরে কোথাও বেড়াতে নিয়ে গেলেও এঁরা খুশি হয়ে যান।
কর্কট রাশি
কর্কট রাশির জাতিকারা একটু অনুভূতি প্রবণ হয়ে থাকেন। তাঁদের পারফিউম বা রান্না করার সামগ্রী দিলে তিনি খুবই খুশি হয়ে পড়েন।
সিংহ রাশি
সিংহা রাশির জাতিকারা পোশাক পরিচ্ছদের বিষয়ে বেশ আগ্রহী। তাই পোশাক -এর মতো উপহার পেলে এঁরা খুশি হন। এছা়ডা গয়নাও এঁদেরে পছন্দের জিনিস। তবে কোনও রোম্যান্টিক ডিনারের আগে যদি থিয়েটার বা ফিল্ম দেখাতে নিয়ে যাওয়া হয়, তাহলে এঁদের আনন্দের সীমা খুঁজে পাওয়া যায়না।
কন্যা রাশি
কন্যা রাশির জাতিকারা সাধারণত শান্ত স্বভাবের তথা বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন। তাই বই বা ভালো ফিল্মের ডিভিডি এঁদের পছন্দের জিনিস। এছাড়া পারফিউমও এঁদের পছন্দের তালিকায় পড়ে।
ধনু রাশি
রোম্যান্টিক কোনও ডিনারে বা ডেট নিয়ে গেলে এই রাশির জাতিকারা বেশ আনন্দ উপভোগ করেন। এছাড়াও দূর কোনও মনোরম জায়গায় এঁদের বেড়াতে নিয়ে গেলেও খুশি হন ধনু রাশির জাতিকারা।
মকর রাশি
মকর রাশির জাতিকাদের রঙের প্রতি আকর্ষণ থাকে। তাই রঙবেরঙের পাথর সমৃদ্ধ গয়না এঁদের বেশ পছন্দের জিনিস। এছাড়াও ফুলেন তোড়া বা গাছ এঁদের পছন্দের বিষয়।
কুম্ভ রাশি
কুম্ভরাশির জাতিকাদের বেশ পছন্দের বই। এছাড়াও একটু স্বাদের গয়না, গেজেট এঁরা খুব পছন্দ করেন। তবে এঁরা যেহেতু খেতে ভালোবাসেন , তাই ডেট-এ নিয়ে গেলে এঁরা বেশ খুশি হন।
মীন রাশি
মীন রাশির জাতকরা একটু সৃষ্টিশীল গোছের হন। তাই এঁদের মন খুশি করতে হলে তাঁদের মন-মেজাজ বুঝে উপহার দেওয়া ভাল। বই বা গান শোনার কোনও জিনিস বা সিডি উপহার করে এঁদের ম জয় করা যেতে পারে। -বোল্ডস্কাই
![জেনে নিন কোন সময় যৌন সম্পর্কে হলে গর্ভধারণ নিশ্চিত হয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-68ce24b138b67dd2467bd3d51a3a316c.jpg&w=144&h=96)
![জীবনে খারাপ সময়ে ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন, সফল হবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-dd0fc3387d279f2fc1a7a3f672ea6b0a.jpg&w=144&h=96)
![সকালে ঘুম থেকে উঠে যেসব কাজ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-1ae6d832e61922335167a47f41211a30.jpg&w=144&h=96)
![হার্ট সুস্থ রাখতে দেবী শেঠির কিছু জরুরী পরামর্শ](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-9571dad093a4d7b361148b472fce9a55.jpg&w=144&h=96)
![নারীরা যে ৫টি ছলনায় সহজেই পুরুষদের ফাঁদে ফেলতে পারে!](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-1421f658b20874eb200e6eeaca8d6d88.jpg&w=144&h=96)
![বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ১০ ভুল কখনই নয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/02/janabd-f461a996d343fc1e5489b80aaaff679b.jpg&w=144&h=96)
![যেসব কারনে পুরো পৃথিবীতে বাঙ্গালী মেয়েরা সবার চাইতে আলাদা !](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-742aed9fb8c83d3593cfa6cad71a1996.jpg&w=144&h=96)
![অতিরিক্ত ঘাম হতে পারে যেসব মারাত্মক রোগের লক্ষণ](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-b21ab29d136b3172a2d34952c0938caa.png&w=144&h=96)
![যে ১০ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-0f5f11318128225f5ae305bff7d67ba0.jpg&w=144&h=96)
![হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-ec27a7368c3b476de03d37bf85db033a.jpg&w=144&h=96)