পর্নো আসক্তি মেনে নিতে না পেরে নিজ হাতে ছেলের হাত কাটলেন বাবা। গতকাল সোমবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রবাদে এই ঘটনা ঘটেছে। হায়দ্রবাদের জলপল্লির বাসিন্দা মোহাম্মদ কাইয়ুম কুরেশি(৪৫) পেশায় কসাই।
কিশোর ছেলে মোহাম্মদ খালিদ কুরেশিকে(১৮) নিয়ে তিনি খুব চিন্তায় ছিলেন। সারাদিন বন্ধুদের সঙ্গে টইটই করে ঘুরে বেড়াতো খালিদ। ঠিকমতো বাড়ি ফিরত না। বাবার কথাও শুনতো না। ছেলের মতি ফেরাতে তাকে স্থানীয় কেবল অপারেটরের অফিসে একটি কাজে ঢুকিয়ে দেন কাইয়ুম।
কিন্তু সেখানেও যাচ্ছিল না খালিদ। সে সারাদিন মোবাইল দেখত বলে অভিযোগ তার বাবার। একদিন তিনি দেখলেন, ছেলে মোবাইলে সারাক্ষণ পর্নোগ্রাফি দেখছে। এতেই রেগে গিয়ে ছেলের কবজি কেটে দেন কাইয়ুম।
গুরুতর আহত অবস্থায় খালিদকে ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন কাইয়ুম।
সূত্র: এই সময়