আমার বউ কি গর্ভবতী?

পাঁচমিশালী কৌতুক March 4, 2018 3,221
আমার বউ কি গর্ভবতী?

এক অশিক্ষিত লোক তার স্ত্রীকে নিয়ে গেছে শহরের ডাক্তারের কাছে-


লোক : আমার বউ কি গর্ভবতী?


ডাক্তার : আগে চেকআপ করতে হবে।


চেকআপ করার পর-


লোক : কী হয়েছে বলুন!


ডাক্তার : আপনার বউ গর্ভবতী নয়। পেটে হালকা গ্যাস হয়েছে।


লোক : আপনি ফাইজলামি করেন! আমি কি পাম্পার নাকি যে, আমার বউয়ের পেটে গ্যাস হবে!