ফেসবুকে অদৃশ্য হবার কৌশল!

ফেসবুক টিপস April 21, 2016 2,834
ফেসবুকে  অদৃশ্য হবার কৌশল!

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের রাডার থেকে মুক্তি পাওয়া মুশকিল। তবে আপনি যদি ফেসবুকে লুকিয়ে থাকতে চান তাহলে সাহায্য করা যেতে পারে।


এই পদ্ধতি শেষ হওয়ার পর ব্যবহারকারী নিজে ফেসবুক অ্যাক্টিভিটি, ফটো এবং চেক ইন দেখতে পারবে। কিন্তু অন্যরা দেখতে পাবেনা তবে শুধুমাত্র বেসিক প্রোফাইল দেখতে পাবে। নিচে পদ্ধতিটি দেয়া হল-


প্রোফাইলের উপরের ডান দিকের বাটনে ক্লিক করে ‘See More Settings’ এ ক্লিক করতে হবে।


‘Privacy Settings and Tools’ এই অপশনে গিয়ে ‘Who Can See My Future Posts’ এ ‘Only Me’ সিলেক্ট করে দিতে হবে।


এখানে ‘Limit Past Posts’ পরিবর্তন করলে শুধু বন্ধুরাই পুরনো পোস্ট দেখতে পাবে।

ব্যাক্তিগতভাবে করা টেক্সট সীমাবদ্ধ করতে চাইলে ‘Whose messages do I want filtered into my inbox’ থেকে ‘Strict filtering’ সিলেক্ট করতে হবে।


আপনার নাম গুগল করে পাবলিক ফেসবুক টাইমলাইন প্রিভিউ চেক বন্ধ করতে ‘Do you want other search engines to link to your Timeline’ এ গিয়ে আনচেক করে দিতে হবে।


বিজ্ঞাপন এড়াতে চাইলে বাম পাশের ‘Adverts’ সেকশন থেকে ‘Third-party sites’ এ No one করে দিতে হবে। এবার ‘Save changes’ সিলেক্ট করতে হবে।