হোটেলে ডেকে নিয়ে ১৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করল এক যুবক। বিস্ময়ের বিষয় হলো সেই ঘটনার দৃশ্য ভিডিও করেছে ধর্ষকেরই এক বোন। শুধু তাই নয়, হোটেলে ডেকে আনার ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা ছিল তার। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের মুজফফরনগরে।
নির্যাতিতার দাবি, তাকে একটি বাড়িতে নিয়ে গিয়েছিল ধর্ষণকারীর সেই বোন। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এমনকি ঘটনাটি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও যুবকটি তাকে হুঁশিয়ারি দেয় বলে পুলিশকে জানিয়েছে ওই তরুণী।
এবিপি আনন্দের খবর, মেহতাব নামের এক যুবক বিয়ের জন্য বেশ কিছুদিন ধরেই মেয়েটিকে চাপ দিচ্ছিল। গত ৭ ফেব্রুয়ারি মেহতাব ও তার বোনসহ আরও দুইজন তাকে এলাকার একটি হোটেলে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর মেয়েটিকে ঘুমের ওষুধ মেশানো ঠাণ্ডা পানীয় খেতে দেওয়া হয়। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলার পর তাকে মেহতাব ধর্ষণ করে, আর বাকিরা ছবি তুলে রাখে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মেয়েটিকে ধর্ম বদলে মেহতাবের জন্য বিয়েতে রাজি হওয়ার কথা বলেছে। অন্যথায় তার ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় মেয়েটিকে।