ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় ৪ বছরের এক কন্যা শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার রাতে নদীয়ার নাকাসিপাড়ায় এ ঘটনাটি ঘটে।
জি নিউজের খবর, মায়ের সঙ্গে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল ওই শিশু। প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ পরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।
এরপর বাড়ির পিছন থেকে শিশুকন্যার চিৎকার শুনে সকলেই সেখানে ছুটে যান। তখনই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। রাতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে।