ইংরেজি শিক্ষার আসর - ৪২তম পর্ব

অনলাইনে পড়াশোনা February 24, 2018 3,642
ইংরেজি শিক্ষার আসর - ৪২তম পর্ব

তুমি আমার মনের মানুষ = You are a man after my heart.


তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর = Have it your way.


আমার কথা কি বুঝতে পারছো ? = Are you getting me?


আর কে কে তোমার সাথে গিয়েছিল ? = Who else accompanied you?


তোমার জামাটার দাম কত ? = How much does your dress cost?


তুমি কোথায় থাক। = Where do you put up?


যত তাড়িতাড়ি হয় তত ভাল । = The sooner, the better.


সব ভালো, যার শেষ ভালো । = All well that ends well.


নিজের চরকায় তেল দাও। = Oil your own machine.


এ বাড়ীটি ভাড়া দেয়া হবে। = The house is to let.


আমাকে লজ্জা দিও না । =Do not put me to shame.


তাকে লজ্জা দিও না। = Do no put him to shame.


তার নাম কাটা গেল। = His name has been struck off.


সে আইন আর চলে না। = That law is no more in force.


আমি চেষ্টার আর কিছু বাকি রাখিনি। = I have left no stone unturned.