বইমেলা চলছে। মেলায় শত শত নতুন বই প্রকাশিত হচ্ছে। কিন্তু আমরা মনে করি, মেলায় পাঠক চাহিদার শীর্ষে থাকা বইগুলোই প্রকাশিত হচ্ছে না। এসব বই প্রকাশিত হলে সেগুলো হবে মেলার সর্বাধিক বিক্রীত বই। সে বইগুলো কী কী? জানুন তবে…
বউ বশীকরণ মন্ত্র
বাংলার ঘরে ঘরে স্বামীরা ‘নির্যাতিত’, ‘অধিকারবঞ্চিত’। আমরা বলছি না, প্রায় সব বিবাহিত পুরুষই এমনটি মনে করে থাকেন। তাঁরা মনে করেন, স্ত্রীগণ স্বামীদের ওপর ছড়ি ঘোরান, স্বামীর টাকা শপিংয়ে ওড়ান, অযথাই স্বামীদের সঙ্গে ঝগড়া করেন ইত্যাদি ইত্যাদি। এ জন্য বিবাহিত পুরুষরা কীভাবে বউকে নিজের ‘বশে রাখা যায়’, এ নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করেও কূল পান না। তাঁদের জন্যই ‘বউ বশীকরণ মন্ত্র’ বইটি। এ বইয়ে বউকে বশে রাখার কৌশল নিয়ে সবিস্তারে আলোচনা করা হবে।
ঘুষ খেয়ে হজম করার ফর্মুলা
বাংলাদেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে চলে ঘুষের লেনদেন। অবস্থাটা এ রকম—ঘুষ ছাড়া কোনো কাজের ফাইলই নড়ে না। মহামারী আকারে ছড়িয়ে পড়া ঘুষ খেতে গিয়ে অনেক কর্তাব্যক্তিই ফেঁসে যান। তখন আমও যায়, ছালাও যায়। এ জন্য ‘ঘুষ খেয়ে হজম করার ফর্মুলা’ বইটি সব শ্রেণির ঘুষখোর ব্যক্তিই দেদার কিনবেন। এ বইয়ে জনৈক ঘুষ খেতে ‘সুদীর্ঘ বছরের অভিজ্ঞতাসম্পন্ন’ ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। কীভাবে ঘুষ খেয়ে ধরা পড়তে পড়তে তাঁরা বেঁচে গিয়েছিলেন, সেসব কাহিনী থাকবে বইয়ে।
বসের সুনজরে থাকার ১০১টি উপায়
অফিসে সব কর্মকর্তা-কর্মচারীই নিজের বসের সুনজরে থাকতে চান। যাতে কর্মক্ষেত্রে প্রমোশন হয়, বেতন বাড়ে। অনেকেই মনে করেন, বসের সুনজরে থাকলে অফিসে কাজকর্ম ঠিকমতো না করলেও চলে। তবে কীভাবে বসের সুনজরে থাকা যায়, এ বিষয়টি তাঁরা সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। তাঁদের জন্যই বই ‘বসের সুনজরে থাকার ১০১টি উপায়’! বইটি হটকেকের মতোই বিক্রি হবে বলে আমাদের বিশ্বাস।