একটি ভাঙাচোড়া গাড়ির নিলাম হচ্ছে. . .
১০ লাখ!
২০ লাখ!
৩০ লাখ!
এক লোক গাড়ির অবস্থা দেখে আয়োজককে বলল. . .
লোক : ভাই এই ভাঙা গাড়ির এত দাম কেন?
আয়োজক : এই গাড়ির একটি বিশেষত্ব আছে। এ পর্যন্ত গাড়িটা প্রায় পঞ্চাশ বার অ্যাক্সিডেন্ট করেছে।
লোক : তাতে দাম বাড়ার কী আছে?
আয়োজক : আসল কথা হচ্ছে- প্রতিবারই শুধু মালিকের বউ মারা গেছে। স্বামী কোনোদিন মরে নাই।