এটা তোর এটা আমার

মাতাল কৌতুক February 18, 2018 3,872
এটা তোর এটা আমার

একদিন বল্টু আর পল্টু কিছু আম চুরি করল। কিন্তু তারা সেগুলো ভাগাভাগি করার জায়গা পাচ্ছিলো না।খুঁজতে খুঁজতে শেষে একটি কবরস্থানের কাছে গেল তারা। তারা দেয়াল টপকে কবরস্থান এর ভিতর ঢুকলো।


কবরস্থানে ঢোকার সময় দুইটা আম পড়ে গেল। ঠিক সেই সময় কবরস্থানের পাশ দিয়ে এক মাতাল যাচ্ছিল।


মাতাল যেতে যেতে শুনতে পেল, ‘এটা তোর এটা আমার’ শুনে মাতাল ভয় পেয়ে গেল। কোন মতে দৌড়ে গিয়ে এক পুলিশকে বলল: স্যার, কবরস্থানে ভূত আছে আর তারা লাশ ভাগাভাগি করছে।


পুলিশ বলল: কোথায় তোর ভুত! ভুত আবার লাশ ভাগাভাগি করে!? কত বোতল পেটে ঢেলেছিস আজ!


মাতালের খুব পীড়াপীড়িতে পুলিশ গেল কবরস্থানে।


কবরস্থানের পাশে গিয়ে পুলিশও শুনতে পেল, ‘এটা তোর এটা আমার, এটা তোর এটা আমার।’


পুলিশ দেখে পল্টু ভয় পেয়ে গেল। বল্টুর মাথায় বুদ্ধি এলো।


আর ঠিক সেই সময় বল্টু বলে উঠলো: দেয়ালের ওইপাশের দুইটারে কি করবি?


ব্যস! পুলিশ আর মাতাল অজ্ঞান।