হারিয়ে যাওয়ার ভয়ে

পাঁচমিশালী কৌতুক February 5, 2018 2,758
হারিয়ে যাওয়ার ভয়ে

ম্যানেজার : তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়েছ?


কেরানি : জ্বি স্যার।


ম্যানেজার : আগে একটা হারিয়েছিলে। তাই এবার তালার সঙ্গে দুটো চাবিই তোমাকে দিয়েছিলাম।


কেরানি : দুটো-ই হারাইনি স্যার! একটা হারিয়েছি।


ম্যানেজার : তাহলে অন্যটা কোথায়?


কেরানি : হারিয়ে যাওয়ার ভয়ে আগে থেকেই সাবধান ছিলাম। তাই ওটা আলমারির মধ্যেই সংরক্ষণ করে রেখেছিলাম।