এটা কি কাস্টমার কেয়ার?

পাঁচমিশালী কৌতুক January 28, 2018 1,625
এটা কি কাস্টমার কেয়ার?

- হ্যালো! এটা কি কাস্টমার কেয়ার?


- হ্যাঁ ম্যাডাম বলুন। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।


- বলছি আমার ছেলেটা আমার সিমটা খেয়ে ফেলেছে।


- দেখুন, আপনি ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান, এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন?


- না আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টক টাইম আছে।


- তাতে কি?


- যতক্ষণ না পর্যন্ত সিমটা বের করা হচ্ছে ততক্ষণ আমার ছেলেটা যদি কথা বলে তাহলে আমার ব্যালেন্স কাটা যাবে না তো!


- কাস্টমার কেয়ারের এক্সিকিউটিভ অজ্ঞান!