মজার যত ধাঁধা - ৯ম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer January 27, 2018 2,875
মজার যত ধাঁধা - ৯ম পর্ব

ধাঁধা : ১

তিন বর্ণে নাম তার পুস্প কুরে বাস,

দুয়ে তিনে হের মোরে ফরেতে প্রকাশ

এ তিনে যাহা পাও তারে খেরে সবে,

বরো দেখি কোন নামে চলি ভবে।


উত্তর: বকুল ফুল।


ধাঁধা : ২

তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে,

প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে,

মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।


উত্তর: বিছানা।