বাংলাদেশ এখন শীতময়। চারদিকে শীতের প্রভাব প্রকট। তাই বলে সবাই মন খারাপ করবেন? একদম না। প্রিয় পাঠক, শীত যদি বাংলা সিনেমার সংলাপে ঠাঁই পায়, তাহলে কেমন হয়? আসুন দেখে নিই।
১. মা মা, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি।
মা : আজ যদি তোর বাবা বেঁচে থাকত।
২.তোর মতো ছোটলোকের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না...
নায়ক : চৌধুরী সাহেব, আমি ছোটলোক হতে পারি, কিন্তু আমি গরম পানি দিয়ে গোসল করি।
৩.শয়তান, তুই আমার কম্বল পাবি, কিন্তু দেহ পাবি না…
ভিলেন : আমার তো কম্বল চাই, যা শীত পড়ছে… খিকখিকখিক
৪. বাঁচাও। বাঁচাও। গরম পানি দেয় শয়তান। তোর ঘরে কি হিটার কিংবা গ্যাস নেই?
ভিলেন : না ডার্লিং!
৫. রাজু, ওঠ, ওঠ তাড়াতাড়ি। গোসল করবি।
রাজু : ঠান্ডা.......
৬. আমি চৌধুরী গ্রুপ অব গরম পানি ইন্ডাস্ট্রির মালিক রায়হান চৌধুরী
জনৈক : তো, আমি কী করমু?
৭. সুন্দরী, এইখানে তোমাকে কেউ গরম পানি দিয়ে গোসল করাতে আসবে না।
সুন্দরী : রাজু এলে তোদের ঠান্ডা পানি দিয়ে হত্যা করবে। কেউ বাঁচাতে পারবে না।
৮. রাজা ভাইয়া, বিশুর লোকজন প্রিয়া ম্যাডামের গায়ে ঠান্ডা পানি ছুড়েছে।
নায়ক : বিশুউউউউউ……
৯. কম্বল দিবি কি না বল?
জনৈক : জান থাকতে না।