বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?
অফিসার : না।
বল্টু : তা হলে স্যার! সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার : না
বল্টু : তা-হলে স্যার কত দিন পরে উঠবে?
অফিসার : (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু : তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার : কেন?
বল্টু : চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।
পোলিং অফিসার অজ্ঞান।