১০০ কোটি টাকার বাতিল নোট দিয়ে বিছানা তৈরি, অতঃপর...!

সাধারন অন্যরকম খবর January 19, 2018 1,903
১০০ কোটি টাকার বাতিল নোট দিয়ে বিছানা তৈরি, অতঃপর...!

টাকার বিছানাতেই এতদিন শুয়ে বিশ্রাম নিতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা মিলল না। বাতিল নোট দিয়ে বিছানা বানিয়ে ধরা পড়তেই হলো পুলিশের হাতে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১০০ কোটি টাকার বাতিল নোট। পুলিশ ইতিমধ্যেই ৯৭ কোটি টাকার নোট গুনে ফেলেছে বলে জানা গেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, টাকা লেনদেনের ব্যবসায়ী অশোক খাতরির বাড়ি থেকে বাতিল নোটগুলি উদ্ধার করেছে পুলিস। ৫০০ এবং ১০০০ টাকার বাতিল নোটে ভর্তি ছিল বিছানা। ২০১৬ সালের নভেম্বরেই মোদি সরকার এই নোট দু’‌টি বাতিল করে দিয়েছিল।


পুলিশ কর্মকর্তা এ কে মিনা বলেন, ‘‌বিশেষ সূত্রে খবর পেয়ে আমরা কানপুরে অশোক খাতরির বাড়িতে তল্লাশি অভিযান চালাই। তার ঘরের বিছানা থেকে এই বাতিল নোটগুলি উদ্ধার হয়েছে। বাতিল নোট দিয়েই তৈরি করা হয়েছিল বিছানাটি।এখনও নোটের গণনা চলছে। ’


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আয়কর দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। অশোক খাতরি সহ এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কিছুজনকে জেরা করা হচ্ছে।