শীতের রাতে একাকী এক পথিকের পথ আগলে ধরলো এক ছিনতাইকারী।
ছিনতাইকারী: যা আছে বাইর কর। দেখছস! কত্ত বড় চাক্কু।
পথিক: ধুর। এর চেয়ে বড় চাক্কু দিয়া আমার বউ পেঁয়াজ কাটে। ভাগ এখান থেকে!
ছিনতাইকারী মনক্ষুন্ন চলে গেল। একটুপরেই আবার ফিরে এলো:
ছিনতাইকারী: যা আছে বাইর কর। দেখছস আমার হাতে কি? মাত্র ফ্রিজ থেকে বাইর করছি। এক মগ ঠাণ্ডা পানি। দিলাম গায়ে ঢাইল্লা।
পথিক: ভাই আমার! যা আছে সব লইয়া যা। ২ টাকার কয়েনটাও ছাড়িস না।