১২০০ নারীকে বিছানায় নিয়েছেন, অতঃপর...

সাধারন অন্যরকম খবর January 18, 2018 3,288
১২০০ নারীকে বিছানায় নিয়েছেন, অতঃপর...

ফিলিপিন্সের শিক্ষক ইউহেই তাকসিমার বয়স ৬২ বছর। গত ২৭ বছরে তিনি ৬৭টি দেশের প্রায় ১২০০ নারীকে বিছানায় নিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৬ বা তার কম। সম্প্রতি সে খবর প্রকাশ্যে আসতেই গ্রেফতার হয়েছেন তিনি। তবে গ্রেফতার যৌনতার জন্য নয়। তাকে গ্রেফতার করা হয়েছে নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার দায়ে।


তাকসিমার অপকর্ম ফাঁস হওয়া প্রসঙ্গে পুলিশ জানায়, নিজের জীবনের স্মৃতি ধরে রাখতে পছন্দ করেন ইউহেই তাকসিমা। সেই উদ্দেশ্যেই যৌন সম্পর্ক স্থাপন করাকালীন প্রায় ৪০০ ছবি তুলেছিলেন তিনি। সেই ছবিগুলোই পুলিশের হাতে এসে পৌঁছায়। তবে এখন ওই ব্যক্তির কী শাস্তি হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি।