এই বাড়িতেও আসিস!

পাঁচমিশালী কৌতুক January 17, 2018 1,790
এই বাড়িতেও আসিস!

বল্টুর বউ কথা বলতে পারে এমন পাখি কিনতে গেছে।


বল্টুর বউ : আচ্ছা! এই পাখিটার কী দাম?


পাখি বিক্রেতা : ৭০০ টাকা ।


বল্টুর বউ : এত দাম কেন?


পাখি বিক্রেতা : এটা কথা বলতে পারে।


বল্টুর বউ : কম দামের কোন কথা বলা পাখি নেই?


পাখি বিক্রেতা : হ্যাঁ! এই যে এক সাইডে যেটা রাখা আছে। ওটা নিয়ে যান মাত্র ২০০ টাকা।


বল্টুর বউ : কথা বলতে পারে তো?


পাখি বিক্রেতা : আপনি যা খুশি জিজ্ঞেস করুন। সে বলে দেবে।


বল্টুর বউ : এই পাখিটা এত ভালো কথা বলে, তাও এর দাম অন্য পাখিদের চেয়ে কম কেন?


পাখি বিক্রেতা : আসলে ম্যাডাম এই পাখিটা ওই পাড়ার যে খারাপ চরিত্রের মেয়ে-মানুষটা আছে না, তার বাড়িতে ছিল। তাই একে কেউ কিনতে চাইতো না।


বল্টুর বউ : ও এই ব্যাপার! এতে আমার কোনও সমস্যা নেই।


বল্টুর বউ পাখি নিয়ে বাড়ি ফিরল।


সন্ধ্যার সময় বল্টু কাজ থেকে ফিরতেই তার বউ খুশি মনে বল্টুকে পাখির কাছে নিয়ে গেল পরিচয় করানোর জন্য।

পাখিটা তখন বল্টুকে দেখে বলে উঠল : কিরে বল্টু তুই এই বাড়িতেও আসিস!


পরের কাহিনী তো এক ইতিহাস!