এক রিপোর্টার গ্রামে গেলেন এক কৃষকের ইন্টারভিউ নিতে. . .
রিপোর্টার: আপনি ছাগলরে কি খাওয়ান?
কৃষক: কোনটারে? কালা না সাদা?
রিপোর্টার: কালোটারে
কৃষক: ঘাস
রিপোর্টার: আর সাদা?
কৃষক: ওইটারেও ঘাসই খাওয়াই।
রিপোর্টার: ও! আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা রাখেন?
কৃষক: কোনটা? কালাটা না সাদাটা?
রিপোর্টার: সাদা...
কৃষক: ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।
রিপোর্টার: আচ্ছা।আর কালোটা?
কৃষক: ওইটারেও বাইরের ঘরেই বান্ধি।
রিপোর্টার: আর গোসল করান কিভাবে?
কৃষক: কালা না সাদা?
রিপোর্টার: কালোর কথাই বলেন।
কৃষক: পানি দিয়া।
রিপোর্টার: তাতো জানি। (বিরক্ত হয়ে) তো সাদাটাকে কি দুধ দিয়ে গোসল করান?
কৃষক: আরেনাহ!ওইটারেও পানি দিয়াই করাই।
রিপোর্টার: (চরম ক্ষিপ্ত হয়ে) সব কিছু যখন একইরকম করেন তাহলে বারবার কালা না সাদা জিজ্ঞেস করেন কেন?
কৃষক: কারণ সাদা ছাগলটা আমার।
রিপোর্টার: ওহ, তাই! তাহলে কালোটা অন্যকারো?
কৃষক: জে না। ওইটাও আমার !
অতপর, রাগে রিপোর্টার অজ্ঞান হলেন।