যে বয়সে পুরুষরা হয়ে উঠে সবচেয়ে বেশি বিরক্তিকর!

লাইফ স্টাইল January 16, 2018 1,817
যে বয়সে পুরুষরা হয়ে উঠে সবচেয়ে বেশি বিরক্তিকর!

পুরুষরা ৪০-এর কোঠায় পৌঁছালেই সবচেয়ে বেশি বিরক্তিকর হয়ে উঠে। কারণ সে জীবনে যেসব রোমাঞ্চকর কাজ করতে চায় তার বেশিরভাগই এ বয়সের মধ্যে করে ফেলে। রুটিনের বাইরে করা তেমন কিছুই না থাকায় তারা বিরক্তিকর/একঘেয়ে হয়ে যায়।


২০০০ জনের ওপর জরিপ চালিয়ে এমন প্রমাণ পেয়েছে ব্রিটেনের একটি প্রতিষ্ঠান। ২৭ বছর বয়সটাকে সবচেয়ে রোমাঞ্চকর হিসেবে দাবি করা হয়েছে ওই গবেষণায়। এসময় মানুষ পাহাড়ে চড়া, বিশ্বব্যাপী ভ্রমণের মতো কাজ করতে পুরুষরা ভালোবাসে। কিন্তু ৩০-এর কোঠায় নানা দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তারা পাল্টে যেতে থাকে। এটাই তাদের বিরক্তিকর হয়ে উঠার প্রথম ধাপ। ৩৫-এ এসে তারা পুরোপুরিভাবে বিষন্ন হয়ে পড়ে।


যেসব জিনিসে পুরুষ আনন্দ খুঁজে পায়

দিনের প্রথমভাটা ঘরেই কাটানো, শখের কিছু করা, নতুন বন্ধু তৈরি, অবকাশযাপন, নতুন কিছু শেখা, না বলেই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, চাকরি পরিবর্তন, কেনাকাটা, নতুন খেলা শেখা, কাউকে নিয়ে ঘুরতে যাওয়া।