মজার যত ধাঁধা - ৫ম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer January 16, 2018 3,631
মজার যত ধাঁধা - ৫ম পর্ব

ধাঁধা - ১

শুভ্রবাসান দেহ তার,

করে মানুষের অপকার।

চিতায় তারে পুড়িয়া মারে,

তবু সে উহ আহ না করে।


উত্তর: সিগারেট।


ধাঁধা - ২

শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ, দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ। বলুন তো সেটা কী?


উত্তর: মশারি