অনেক রাষ্ট্রেই কন্যা সন্তানকে অবজ্ঞা করে চলা হয়। আর এখনো এমন অনেক প্রদেশ রয়েছে যেখানে কন্যা সন্তান জন্ম হলেই মেরে ফেলা হয়। তবে এর সংখ্যা ভারতেই বেশি। যদিও কন্যা সন্তান রক্ষায় অনেক উদ্যোগ নিয়েছে ভারতের কর্নাটক রাজ্যে। নতুন বছরে রাজ্য কর্তৃপক্ষ কন্যা সন্তানের জন্মকে উদযাপন করবে। ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারির প্রথম প্রহরে প্রথম যে কন্যা সন্তানটি জন্ম নেবে তার উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত ব্যয় বহন করা হবে। এ জন্য ওই কন্যা ও কর্নাটকের ব্রুহাট ব্যাঙ্গালুরু মহানাগারা পালিকের কমিশনারের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচ লাখ রুপি রাখা হবে। সেখান থেকে যে মুনাফা আসবে তা দিয়েই ওই শিশুটির সব খরচ বহন করা হবে। সূত্র : এনডিটিভি