প্রেমিককে তাড়িয়ে আশ্রয়কারী, দফায় দফায় তরুণীকে ধর্ষ

আন্তর্জাতিক December 27, 2017 3,066
প্রেমিককে তাড়িয়ে আশ্রয়কারী, দফায় দফায় তরুণীকে ধর্ষ

প্রথমে প্রেমিক এবং তারপর উদ্ধারকারীদের গণধর্ষণের শিকার হলেন এক বিধবা তরুণী।


শনিবার ভারতের ছত্রিশগড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশের কাছে অভিযোগের সময় ঘটনার বর্ণনায় এসব কথা বলেন ধর্ষণের শিকার ২৪ বছর বয়সী সেই তরুণী।


তিনি পুলিশের কাছে অভিযোগে জানান হোটেলে কাজ করতে গিয়ে সম্পর্ক হয় এক সুরেশ নামের যুবকের সঙ্গে। ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে যান কাপা এলাকার রেল ইয়ার্ডে। সেখানে গেলেই ঘটে এই বিপত্তি। ভালোবাসার মানুষটি ভরসার দাম না দিয়ে তরুণীটিকে ধর্ষণ করে। এবং ধর্ষণের সময় চিৎকার করে সাহায্য চাইতে লাগলে সে সময় ছুটে আসে ৩ যুবক। তাদের তাড়া খেয়ে প্রেমিক পালিয়ে গেলেও উদ্ধারকারীরা পালাক্রমে ধর্ষণ চালায় তরুণীকে।

এ ঘটনার পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার তদন্ত চলছে।