নকিয়া সিক্সের ছবি ফাঁস

বিবিধ টেক December 18, 2017 3,391
নকিয়া সিক্সের ছবি ফাঁস

নকিয়ার আপকামিং ফোন নকিয়া সিক্সের ছবি ও তথ্য ফাঁস হয়েছে। চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে ফোনটির ছবিসহ তথ্য তালিকাভুক্ত হয়েছে।


জিএসএম এরিনা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নকিয়া সিক্সে স্ক্রিন টু বডি রেশিও হবে ১৮:৯। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই সেন্সর হোম বাটনে ব্যবহার করা হবে।


নকিয়া সিক্সের প্রকাশিত ছবি অনুযায়ী নকিয়া ফাইভের চেয়ে নকিয়া সিক্স হবে একটু বড়। এর ফ্রন্ট ক্যামেরা প্যানেল কমলা রঙের।


ডিসপ্লের উপরিভাগে রয়েছে সেলফি ক্যামেরা, ইয়ারপিস। নিচের দিকে হোম বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।


ফোনটি অ্যালুমিনিয়াম বডিতে তৈরি। তবে ডিজাইনে বৈচিত্র্য নেই।