ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা নতুন নয়। প্রায়ই পুলিশকে এমন চোরদের পেছনে ছুটতে হয়। আবার বুথে চুরি করা যেইসেই কাজও নয়। কারিগরি দক্ষতার প্রয়োজন আছে। আছে বহু ঝক্কিঝামেলাও।
তবে মার্কিন এক চোর অতো ঝক্কিতে যেতে চাননি। তিনি সোজা বুথে ঢুকে পুরো মেশিনটি উঠিয়ে নিয়ে আলগোচে চম্পট দিয়েছেন! যুক্তরাষ্ট্রের মন্টানায় ঘটেছে এ ঘটনা। পুলিশ খোঁজছে ওই চোরকে। তবে এখনো কোনো কাউকে ধরতে পারেনি।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুথের পার্শ্ববর্তী হোটেলের ম্যানেজার বলেছেন, লোকটি শারিরীকভাবে বেশ সক্ষম ছিল। এত ভারি একটা মেশিন একা তোলে সোজা দরজা পার হয়ে চলে গেল। পুরাই বিস্ময়কর ঘটনা!
অবশ্য খুলে নেয়ার আগে বুথের ভেতরে চার ঘণ্টার বেশি সময় কাটাতে হয়েছে তাকে। সম্ভবত এই সময়ে মেশিনটিকে ফ্লোর থেকে উপড়ানোর চেষ্টা করেছেন সেই চোর। বুথ কর্তৃপক্ষ জানিয়েছে, মেশিনটির ওজন এক থেকে দেড়শো কেজির মধ্যে হবে।