৭০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার ৪ বছরের শিশু

আন্তর্জাতিক December 13, 2017 1,847
৭০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার ৪ বছরের শিশু

বয়স মাত্র ৪ বছর। তবুও তাকে ৭০ বছরের এক বৃদ্ধের যৌন লালসার শিকার হতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালির সাহপুরে। নিজের বাড়ির কাছেই খেলা করছিল শিশুটি।


সেসময় তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভি‌যোগ শিশুটির পরিবারের তরফ থেকে। অভি‌যুক্ত ব্যক্তির নাম শক্তিপদ বিশ্বাস। তার নামে হাঁসখালি থানায় অভি‌যোগ করা হয়েছে। এই ঘটনায় শক্তিপদ বিশ্বাসের পরিবারের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।


শিশুটির পরিবারের অভি‌যোগ, শক্তিপদ বিশ্বাস শিশুটিকে লজেন্স দেওয়ার নাম করে নিজের ঘরে ডেকে নিয়ে ‌যায়। তারপরে তাকে ধর্ষণ করে। এদিকে, ইতিমধ্যেই হাঁসখালি খানার উদ্যোগে সেই শিশুটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।সেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে।


সূত্রঃ অনলাইন