অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন
ষষ্ঠ অধ্যায়
রাষ্ট্র, নাগরিকতা ও আইন
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপক : ‘ক’ একজন সম্পদশালী ব্যক্তি। তিনি তিন পুত্র ও এক কন্যাসন্তান রেখে মারা যান।
তাঁর মৃত্যুর পর বোনকে কিছু না দিয়ে ভাইয়েরা বাবার রেখে যাওয়া সব সম্পত্তি নিজেরা ভাগ করে নেয়। এতে ‘ক’-এর কন্যা ক্ষুব্ধ হয়ে ভাইদের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করে।
ক) পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু কী?
খ) আইনের ধারণা ব্যাখ্যা করো।
গ) ‘ক’-এর তিন পুত্র আইনের অনুশাসন ব্যাহত করেছে কিভাবে? ব্যাখ্যা করো।
ঘ) ‘ক’-এর কন্যা সুশাসনের মাধ্যমে তার অধিকার ফিরে পেতে পারে। —বিশ্লেষণ করো।
উত্তর : ক) পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু নাগরিকত্ব ও রাষ্ট্র।
খ) সাধারণভাবে আইন বলতে সামাজিক ব্যবস্থায় সম্মিলিত জীবনযাপনের ক্ষেত্রে মানুষ কর্তৃক অনুসরণকৃত কিছু লিখিত ও অলিখিত বিধি-বিধানকে বোঝায়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই আইনের নিয়ম-কানুন মেনে চলে।
সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম-কানুন, রীতিনীতি বা বিধি-বিধান।
গ) ‘ক’-এর তিন পুত্র আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সবার সমতা লঙ্ঘনের মাধ্যমে আইনের অনুশাসন ব্যাহত করেছে। আইনের অনুশাসনের মধ্যে আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সবাই সমান—এ বিষয় দুটি অন্তর্ভুক্ত। এ দুটি বিষয় ছাড়া আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সমাজে আইনের প্রাধান্য থাকলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আইনের দৃষ্টিতে সমতা সমাজের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। কিন্তু উদ্দীপকে আমরা দেখেতে পাই, ‘ক’-এর মৃত্যুর পর তাঁর তিন ছেলে সমস্ত সম্পত্তি নিজেরা ভাগ করে নেয়। বোনকে সম্পত্তির কোনো অংশ দেয় না। অর্থাৎ তারা আইনের প্রাধান্যকে অমান্য করে বোনের অধিকারে হস্তক্ষেপ করে। তা ছাড়া সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করে সমান সুযোগ লাভের অধিকার লঙ্ঘিত করে। তাদের এসব কর্মকাণ্ড আইনের অনুশাসনকে ব্যাহত করে।
ঘ) ‘ক’-এর কন্যা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু সুশাসনের মাধ্যমে সে তার অধিকার ফিরে পেতে পারে বলে আমি মনে করি। এ সম্পর্কে নিম্নে আমার মতামত বিশ্লেষণ করা হলো :
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের জনগণ তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারে। সবাই সমান সুযোগ লাভ করে। সমাজে কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারে না। কেউ কারো অধিকার ক্ষুণ্ন করতে পারে না। এ ছাড়া সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা কারণে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া হয় না।
‘ক’-এর কন্যা এ সুশাসনের মাধ্যমে তার অধিকার ফিরে পেতে পারে। সুশাসনের কারণে তার ভাইয়েরা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না। কারণ বোনের অধিকারে হস্তক্ষেপ করলে তাদের শাস্তি পেতে হবে, এই ভয় তাদের অন্যায় কাজ করা থেকে বিরত রাখবে। ‘ক’-এর কন্যা সম্পত্তিতে তার অধিকার লাভ করতে পারবে। আর সুশাসনের কারণে সম্পত্তির অধিকার থেকে বোনকে বঞ্চিত করার জন্য ‘ক’-এর ছেলেরা উপযুক্ত শাস্তি পাবে। এর ফলে ‘ক’-এর কন্যা তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি?
ক) সার্বভৌমত্ব খ) সরকার গ) জনসমষ্টি ঘ) নির্দিষ্ট ভূখণ্ড
২। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা হচ্ছে—
ক) সার্বভৌমত্ব খ) সরকার গ) জনসমষ্টি ঘ) নির্দিষ্ট ভূখণ্ড
৩। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন?
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
৪। জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রদান রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক) অপরিহার্য খ) আবশ্যিক গ) সামাজিক ঘ) কল্যাণমূলক
৫। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলি হলো—
i) রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা
ii) নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা
iii) জাতীয় নিরাপত্তা রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
৬। আইনের শাসন কয়েম হয় না, যখন—
i) বিচার বিভাগের স্বাধীনতা থাকে না।
ii) গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় না
iii) সবার অধিকার সমভাবে রক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
৭। কোন ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করেছে?
ক) সরকারি খ) বেসরকারি গ) সার্বভৌম ঘ) সামরিক
৮। রাষ্ট্রকে পরিবার ও গ্রামের সমষ্টি বলেছেন কে?
ক) প্লেটো খ) গার্নার গ) অস্টিন ঘ) অ্যারিস্টটল
৯। প্রাচীন ও মধ্যযুগে কোন প্রতিষ্ঠানটিকে ঈশ্বরের সৃষ্টি মনে করা হতো?
ক) রাষ্ট্র খ) সমাজ গ) পরিবার ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান
১০। ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কী?
ক) প্রথা খ) ধর্ম গ) বিজ্ঞানসম্মত আলোচনা ঘ) আইনসভা
১১। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক) অপরিহার্য খ) ঐচ্ছিক গ) গৌণ ঘ) কল্যাণমূলক
১২। রাষ্ট্রের মৌলিক কাজ হলো—
i) আইন প্রণয়ন
ii) আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা
iii) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৩। রাষ্ট্রের অপরিহার্য কাজের মাধ্যমে একটি দেশের—
i) অস্তিত্ব টিকে থাকে
ii) স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকে
iii) নাগরিকের মৌলিক অধিকার রক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৪। নাগরিকরা শিক্ষিত হলে তাদের মাঝে কী প্রতিফলিত হয়?
ক) সচেতনতা ও দেমপ্রেম খ) বুদ্ধিমত্তা গ) দক্ষতা ঘ) প্রশাসনিক অভিজ্ঞতা
১৫। রাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক অপরিহার্য কাজ হচ্ছে—
i) দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা
ii) আঞ্চলিক কোর্ট গঠন
iii) বহির্বিশ্বে আন্তর্জাতিক বাজার সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৬। আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে বলা যায়—
i) নাগরিক সুবিধা সবাই ভোগ করে
ii) রাষ্ট্রগুলো আয়তনে অনেক বড়
iii) জনসংখ্যা কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৭। ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাকেই নাগরিক বলে’—উক্তিটি কার?
ক) অধ্যাপক গেটেল খ) হ্যারল্ড জে লাস্কি গ) ম্যাকাইভার ঘ) অধ্যাপক গার্নার
১৮। আইনের দৃষ্টিতে সাম্য মানে—
i) সবার জন্য একই আইন প্রযোজ্য
ii) বিনা অপরাধে কাউকে আটক না রাখা
iii) আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৯। তথ্য জানতে জনগণ কিভাবে আবেদন করবে?
ক) মৌখিকভাবে খ) লিখিতভাবে গ) বিজ্ঞাপনের মাধ্যমে ঘ) চাপ সৃষ্টির মাধ্যমে
২০। তথ্য অধিকার আইনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে—
i) জবাবদিহিতা
ii) শুধু ধনীদের উন্নয়ন
iii) সুশাসন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
উত্তর
১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ।