প্রথম আইফোন ও অ্যাপল ওয়াচের মতো জনপ্রিয় সব অ্যাপল পণ্যের ডিজাইনার হিসেবে ব্যাপক পরিচিত জনি আইভ। দুই বছর আগে অন্য কয়েকটি প্রকল্পে চলে গেলেও এখন আবার তিনি অ্যাপলের ডিজাইন দলের ব্যবস্থাপনার দায়িত্বে ফিরছেন।
১৯৯৬ সাল থেকে অ্যাপলের ডিজাইন দলের নেতৃত্ব দিয়ে আসছেন জনি আইভ। শুক্রবার এক বিবৃতিতে অ্যাপলের মুখপাত্র এমি বেসেট জানান, ‘অ্যাপল পার্কের কাজ শেষ হওয়ায় অ্যাপলের শীর্ষ ডিজাইনার এবং দলগুলো আবারও সরাসরি জনি আইভ এর তত্ত্বাবধানে কাজ শুরু করছে।’
১৯৯২ সালে অ্যাপলে যোগ দেন আইভ। ১৯৯৭ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রতিষ্ঠানে ফেরার পর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দলের প্রধানের পদে আসেন তিনি। গত দুই বছর তিনি অ্যাপলের ২৮ লাখ বর্গফুটের নতুন স্পেসশিপ ক্যাম্পাসের নকশায় সহায়তা করছিলেন আইভ।
জনি আইভের নামে বর্তমানে পাঁচ হাজারের বেশি পেটেন্ট রয়েছে।
সূত্র: দ্য ভার্জ