৫১২ জিবি মেমোরির স্মার্টফোনে আসছে

বিবিধ টেক December 10, 2017 1,498
৫১২ জিবি মেমোরির স্মার্টফোনে আসছে

স্মার্টফোনের জন্য ৫১২ গিগাবাইট মেমোরি চিপ তৈরির কাজ শুরু করেছে স্যামসাং। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত এ মেমোরি চিপ শীঘ্রই স্মার্টফোনে ব্যবহার শুরু হবে। এর ফলে স্মার্টফোনে প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য পাওয়া যাবে আরও বাড়তি জায়গা।


বর্তমানে স্মার্টফোনের সর্বোচ্চ স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে ২৫৬ গিগাবাইট পর্যন্ত। যদিও আইপ্যাড প্রো এবং মাইক্রোসফট সারফেসে ৫১২ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে।


স্যামসাং জানিয়েছে, ২৫৬ গিগাবাইটের জন্য যে আকারের চিপ ব্যবহার করা হচ্ছে, সেই একই আকারের চিপের মধ্যেই ৫১২ গিগাবাইট পাওয়া যাবে নতুন এ চিপটিতে। ফলে ফোনে এর জন্য বাড়তি স্পেসের প্রয়োজন পড়বে না।


৫১২ গিগাবাইটের এই মেমোরিতে ১০ মিনিটের ১৩০টি ৪কে আলট্রা হাই ডেফিনেশন ভিডিও সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে স্যামসাং। এছাড়া রীড ও রাইটের গতিও হবে অনেক বেশি, যথাক্রমে ৮৬০ মেগাবাইট ও ২৫৫ মেগাবাইট পার সেকেন্ড। এই গতি সাধারণ মাইক্রোএসডি কার্ডের তুলনায় প্রায় ৫ গুন।


স্যামসাংয়ের পরবর্তী দুই ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৯ এবং গ্যালাক্সি নোট ৯-এ এই মেমোরি চিপটি ব্যবহার করা হতে পারে।