সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব

সাধারণ জ্ঞান December 6, 2017 2,386
সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব

মোঃমাসুক আলী।


১। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?


২।


বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

৩। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?


৪। অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে?


৫। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?


ক) মোবাইল ফোন


খ) কম্পিউটার গ) ল্যান্ডফোন ঘ) ইন্টারন্টে


৬। আন্তর্জাতিক একক পদ্ধতি (এসআই) অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :


ক) দৈর্ঘ্যের একককে কী বলা হয়?


খ) ভরের একক কী?


গ) সময়ের একক কী?


ঘ) তাপমাত্রার একক কী?


ঙ) বিদ্যুৎ প্রবাহের একক কী?


চ) আলোক ঔজ্জ্বল্যের একক কী?


ছ) পদার্থের পরিমাণের একক কী?


৭। এক কিলোমিটার সমান কত মিটার?


৮। এক মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?


৯। বিশ্বকাপ ক্রিকেট প্রথম কত সালে শুরু হয়?


১০। এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?


ক) বিনোদন খ) প্রকাশনা


গ) ব্যাংকিং ঘ) প্রচার ও গণমাধ্যম


১১।


নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী?

১২। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে কোন মুসলিম দেশ প্রথম অবস্থানে আছে?


১৩। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?


১৪। অর্থনীতিবিদ ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?


১৫। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?


ক) ১৬ ডিসেম্বর খ) ১৪ এপ্রিল গ) ২৬ মার্চ ঘ) ১৫ আগস্ট


১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?


১৭। ঢাকার প্রাচীন নাম কী?


১৮। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে?


১৯। বাংলাদেশের জাতীয় কবির নাম কী?


২০। গম্ভীরা কী?


২১। বাংলাদেশের কোন ব্যক্তিত্বকে শিল্পাচার্য বলা হয়?


২২। বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে?


২৩। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কোনটি?




উত্তর :


১। সৈয়দ নজরুল ইসলাম


২। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর


৩। ১৪ ডিসেম্বর


৪। মহাত্মা গান্ধী


৫। ঘ) ইন্টারনেট


৬। ক) মিটার খ) কিলোগ্রাম


গ) সেকেন্ড ঘ) কেলভিন


ঙ) অ্যাম্পিয়ার


চ) ক্যান্ডেলা


ছ) মোল


৭। ১,০০০ মিটার


৮। ১,০০০ কিলোগ্রাম


৯। ১৯৭৫ সালে


১০। গ) ব্যাংকিং


১১। মির্জা মোহাম্মদ


১২। ইন্দোনেশিয়া


১৩। সৈয়দ মইনুল হোসেন


১৪। জ্যামিতিক হারে


১৫। গ) ২৬ মার্চ


১৬। ১৯১৩ সালে


১৭। জাহাঙ্গীরনগর


১৮। ১৯৪৭ সালে


১৯। কাজী নজরুল ইসলাম


২০। উত্তরাঞ্চলের (চাঁপাই নবাবগঞ্জের) আঞ্চলিক গান


২১। জয়নুল আবেদিনকে


২২। ভারত ও মিয়নামার


২৩। কক্সবাজার সমুদ্রসৈকত