এটাই বিশ্বের প্রথম ভাসমান দেশ, বিস্তারিত জানলে অবাক হবেন

দেখা হয় নাই December 3, 2017 3,466
এটাই বিশ্বের প্রথম ভাসমান দেশ, বিস্তারিত জানলে অবাক হবেন

কথায় আছে, ক্রুজে চেপে বিদেশভ্রমণ না করলে জীবন নাকি সার্থক হয়না৷ কিছুটা হলেও এটি সত্যিই৷ ক্রুজে চেপে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরানোর মজাই যেন আলাদা৷ এবার সেই সুখকেই দীর্ঘস্থায়ী করতে প্রশান্ত মহাসাগরের উপরে তাহিটির কাছে তৈরি হচ্ছে একটি ভাসমান দেশ৷


২০২০সালের মধ্যেই তৈরি হতে চলেছে এই ভাসমান দেশ৷ অস্ট্রেলিয়া থেকে মাত্র ৪৯০০মাইল দূরে এই দেশটি তৈরি হতে চলেছে৷ আগামী কয়েকবছরের মধ্যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এই দেশটি৷ এই দেশটির মধ্যেই থাকবে হোটেল, ঘরবাড়ি, রেঁস্তোরাসহ আরো অনেককিছু৷ পেপাল সংস্থাটি এই ভাসমান দেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই৷

এই ভাসমান দেশটি সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে আলাদাভাবে তৈরি হচ্ছে৷ এই দেশটি চলবে একেবারে তাদের নিজস্ব আইনকানুন মারফত৷ এই ভাসমান দেশ নিয়ে মুখ খুললেন সিস্টিডিং ইনস্টিটিউট৷ তিনি বলেন, আগামী ২০৫০সালের মধ্যে প্রায় হাজার খানেক ভাসমান শহর তৈরির চেষ্টা চালাচ্ছে এই সংস্থাটি৷


এই বিষয়টি নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছেন, এই ভাসমান দেশের একেবারে নিজস্ব আইনকানুন থাকবে৷ এমনকি এই দেশে একনায়কতন্ত্র বজায় থাকবে একেবারেই৷ ২০২০সালের মধ্যে এই ভাসমান দেশটিতে তৈরি হতে খরচ হবে প্রায় ৬০মিলিয়ন ডলার৷ এই ভাসমান দেশেরের বিল্ডিংগুলো তৈরি হয়েছে বাঁশ, নারকেলের ছোবড়, কাঠ এবং প্লাস্টিক দিয়ে৷

ফ্রেঞ্চ পলিনেসিয়ান সরকার এই প্ল্যানটি বাস্তবায়িত করার জন্য প্রথম সম্মতি জানিয়েছিল৷ প্রায় ১০০একর এলাকা নিয়ে তৈরি হতে চলেছে এই দেশটি৷ ১১৮টি উপত্যকসহ এই নতুন শহরটিতে ২লক্ষ মানুষ একসঙ্গে থাকতে পারবেন৷

তথ্য ও ছবি : এপি