JanaBD.Com অর্থাৎ এ সাইটে টপিক এবং এসএমএস পোস্ট করার নিয়মাবলী

অফিসিয়াল December 3, 2017 14,046
JanaBD.Com অর্থাৎ এ সাইটে টপিক এবং এসএমএস পোস্ট করার নিয়মাবলী

আসসালামু আলাইকুম,


আমি মোঃ জাফর ইকবাল, JanaBD.Com এর সিও এবং ফাউন্ডার । পুর্বে JanaBD ছিল MysmsBD নামে । আমাদের জনপ্রিয়তা ছিল ব্যাপক । কিছু সমস্যার জন্য আমরা পিছিয়ে পরেছি । আমরা আমাদের জনপ্রিয়তা আবার ফিরে পাওয়ার জন্য কাজ করছি ।


আমাদের সাইটে যদি আপনি টপিক এবং এসএমএস পোস্ট করতে চান তাহলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে । কারন আমরা অনেক আগে থেকেই আমাদের টপিক এবং এসএমএস মানসম্মত রাখার চেষ্টা করছি ।


এখানে টপিক পোস্ট করে লাভ কি ?


আমরা কিছু দীর্ঘ মেয়াদী প্রোজেক্ট নিয়ে কাজ করছি । তার মধ্যে JanaBD অন্যতম । এই ওয়েবসাইটের পেছনে আমাদের প্রতিমাসে বাজেট 5-10 হাজার টাকা । সাইট চালু রাখতে 2 হাজার টাকার মত এবং বাকি টাকা যারা এখানে টপিক পোস্ট করে তাদের জন্য । আর এই খরচ আশা করি দিনে দিনে বারবে । তার মানে এই যে, যারা টপিক পোস্ট করে তাদের পেমেন্ট করে থাকি । তবে এই পেমেন্ট কমে এবং বাড়ে । অন্য সব প্রজেক্টের আয়ের উপর নির্ভর করে । এই সাইট থেকে বর্তমানে আমাদের আয় নেই ।


কোথা থেকে পোস্ট করবেন ?


আমরা সব সময় Creative দের মুল্য দিয়ে থাকি । তাই সবার আগে আমাদের সাইটের সব ক্যাটাগরি দেখবেন এবং কোথায় কি পোস্ট হয় তাও দেখবেন । আপনি নিজে থেকে পোস্ট করতে পারেন অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করেও দিতে পারেন ।


কখন টপিক বা এসএমএস পোস্ট করে আয় করতে পারবেন

কিছু দিন আপনাকে পোস্ট করার চেষ্টা করতে হবে । আপনি যদি সঠিকভাবে টপিক পোস্ট করতে পারেন তাহলে আয় করার সুযোগ দেওয়া হবে ।


টপিক এবং এসএমএস পোস্ট করতে JanaBD.Com এ শুরুতেই একাউন্ট তৈরি করে নেওয়া লাগবে ।


টপিক পোস্টের নিয়মাবলি


1. প্রত্যেক পোস্টে ছবি রাখতে হবে । ছবি অবশ্যই টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে । ভালো ক্লিয়ার ছবি পোস্ট করতে হবে । অনেকেই ঘোলা কম সাইজের ছবি পোস্ট করে । এখানে ছবির URL থেকেও ছবি Upload করা যায় ।


2. সঠিক ক্যাটাগরিতে সঠিক পোস্ট করতে হবে । অনেকেই এক ক্যাটাগরির পোস্ট অন্য ক্যাটাগরিতে পোস্ট করে ।


3. পোস্ট ইডিট করতে হবে , যাতে লেখা একপাশে মানে বাম পাশে যেন না চলে যায় । নিচের ছবি দেখুন একজন কপি করে পোস্টটি করেছে কিন্তু কোন ইডিট করে নাই তাই লেখা এক পাশে চলে গেছে ।


4. ভিন্ন ভিন্ন প্যারা করে হিনটস করার চেষ্টা করতে হবে ।

5. আমাদের সাইটে পোস্ট আছে এমন টপিক পোস্ট করা যাবে না । নিচের ছবি দেখুন আগের পোস্ট করা কৌতুক পোস্ট করেছে । আপনি Search করেও দেখতে পারেন কোন টপিক আগে পোস্ট করা হয়েছে কিনা ।


6. প্রয়োজন ছাড়া ফেসবুক বা নিজের নাম বা ওয়েবসাইটের লিংক শেয়ার করা যাবে না।


7. অনেক সময় লেখা একটার সাথে অন্যটা লেগে যায় তাই ইডিট করে নিতে হবে ।


এসএমএস পোস্ট করার নিয়মাবলি


1. এমএমএস নিজের লিখতে হবে ।

2. অনেকেই কপি করে পোস্ট আছে এমন এসএমএস আবার পোস্ট করে, এটা করা যাবে না ।

3. সঠিক ক্যাটাগরিতে এসএমএস পোস্ট করতে হবে । যেমন: Love sms এর মধ্যে অনেকেই Sad sms পোস্ট করে । আবার অনেকে Koster sms এর মধ্যে Love sms পোস্ট করে, এটাও করা যাবে না ।

4. বানান ঠিক রেখে রুচিশীল এসএমএস পোস্ট করতে হবে ।

5. Sms পোস্ট করতে Sms পেজ গুলোতে ঠুকলে একবারে নিচে পোস্ট করার অপশন পাবেন ।


ধন্যবাদ,

কিছু জানার থাকলে কমেন্ট করুন ।