সিগারেট: কাগজের রোলে মোড়ানো এক চিমটি তামাক যার এক প্রান্তে ধরানো হয় আগুন যখন অপরপ্রান্তে থাকে আত্মবিনাশী কোনো নির্বোধ।
বিবাহ: এটা হচ্ছে একটি চুক্তি যাতে পুরুষটি তার ব্যাচেলর ডিগ্রি হারায় আর নারীটি অর্জন করে মাস্টার্স ডিগ্রি।
সম্মেলন: কোনো একটি বিষয়ে একজনের ভেতরকার সন্দেহ অবিশ্বাস বাকি সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
আপোষ: এটি পিঠা ভাগের এমন এক শিল্প যাতে ভাগীদার সবাই বিশ্বাস করে যে সেই পেয়েছে সবচেয়ে বড় টুকরোটা।
অশ্রুজল: এমন এক জলজ ক্ষমতা যাতে পুরুষের ইচ্ছাশক্তি (উইল পাওয়ার) পরাজিত হয় নারীর জল-শক্তির (ওয়াটার পাওয়ার) কাছে।
ক্লাসিক: এমন একটি সিনেমা, ছবি বা গান যার প্রশংসা সবলোকে করে কিন্তু পরখ করে হোতে গোনা কয়েকজন।
মুচকি হাসি: এমন একটি বাঁক যা অনেক জটলাগানো বাঁককে সোজা করে দিতে পারে।
অফিস: এমন এক স্বর্গোদ্যান যেখানে পরিবারের হাজারো পেরেশানি থেকে আপনি বেঁচে থাকার আশ্রয় পান।
হাই তোলা: একমাত্র মুহূর্ত যখন পরিবারে পুরুষের মুখ খোলার সুযোগ হয়।
কূটনীতিক: এমন ব্যক্তি যে আপনাকে স্বর্গের কথা বলে নরকের পথে চালিত করে দেবে।
পরাশক্তি: কুতুব মিনার থেকে পড়ে গেলেও মাঝপথে সবাইকে বলে যাবে- দেখ আমার শরীরে কিন্তু আঁচরটিও লাগেনি।
কৃপণ: যে বেঁচে থাকে গরীব অবস্থায় যেন মরতে পারে ধনী হিসেবে।
পিতা: খোদার দেওয়া বিনা সুদ-জামানতের ব্যাংকার।
বস: এমন ব্যক্তি যাকে আপনি দেরিতে অফিসে গেলে হাজির পান আর জলদি গেলে তিনি লেট করে আসেন।
রাজনীতিক: এমন লোক যিনি নির্বাচনের আগে আপনার হাত ধরে ঝাঁকিয়ে দেন আর ভোটে জেতার পর আপনার বিশ্বাস নাড়িয়ে দেন।
ডাক্তার: যিনি ট্যাবলেটে রোগ মারেন আর আপনার পকেটে হাত ঢুকিয়ে আপনাকে মারেন।