প্রিন্স ‘হারিকেন’ আর অভিনেত্রী ‘নারকেলে’র বিয়ে

মজার সবকিছু November 30, 2017 1,727
প্রিন্স ‘হারিকেন’ আর অভিনেত্রী ‘নারকেলে’র বিয়ে

সম্প্রতি ব্রিটেনের প্রিন্স চার্লস তাঁর ছোট ছেলে হ্যারির সঙ্গে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ের ঘোষণা দিয়েছেন। ২০১৮ সালের বসন্তে এ বিয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।


আলোচিত এ বিষয়টি নিয়ে পার্কে আলোচনা করছিলেন দুজন প্রেমিক-প্রেমিকা। রম্যরস সেই আলাপনের কিছু অংশ তুলে ধরছে।


প্রেমিকা : (মোবাইল হাতে) বাবু দেখো, ‘হ্যারি আর মার্কলের বিয়ে’ পড়ে দেখো।


প্রেমিক : কী!!!! হাঁড়ি আর নারকেলের বিয়ে? আজকাল কী সব আজগুবি নিউজ ছাপাচ্ছে অনলাইনে।


প্রেমিকা : তুমি আসলেই একটা ঠসা। আমি বলছি, প্রিন্স হ্যারি আর অভিনেত্রী মার্কেলের কথা। মার্কএএএল... বুঝলা?


প্রেমিক : অহ। কিন্তু যার বিয়া, তার খবর নাই আর পাড়া-পড়শির ঘুম নাই।


প্রেমিক : খবর আছে বলেই অনলাইনে আসছে। আচ্ছা তুমি ‘সুইটস’ দেখোনি কখনো?


প্রেমিক : কী যে বলো? পাবনা সুইটস, বনফুল সুইটস এখন রাস্তার মোড়ে মোড়ে। আর ইদানীং রম্যরসেও রসগোল্লা নিয়ে ফিচার হয়।


প্রেমিকা : ধুর গাধা। এটা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিয়াল। যেটাতে মেগান মার্কেল অভিনয় করে। আজ নেটে সার্চ করে দেখে নিও।


প্রেমিক : তুমি ভালো করেই জানো নাইট প্যাকেজ এখন বন্ধ। মাঝেমধ্যে শুধু দেড় টাকার ফেসবুক প্যাকেজ কিনি।


প্রেমিকা : আচ্ছা বাদ দাও। চলো না, আমরাও সামনের বসন্তে বিয়ের ঘোষণা দিই।


প্রেমিক : তোমার বাপ শুনলে আমি জীবনে আর বসন্তের মুখ দেখতে পারব না।


প্রেমিকা : আচ্ছা, তুমি আর কত দিন এ রকম সিরিয়াস বিষয় নিয়ে ফান করবা?


প্রেমিক : এই তো। যত দিন রম্যরস আছে।