রোবট সোফিয়াকে বিয়ে করতে চান গিট্টু মামা

মজার সবকিছু November 30, 2017 1,572
রোবট সোফিয়াকে বিয়ে করতে চান গিট্টু মামা

আগামী ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া মানবী রোবট সোফিয়ার বাংলাদেশ আগমন নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে অনলাইনজুড়ে।


আমাদের রম্যরসের কাল্পনিক চরিত্র ‘গিট্টু মামা’ এরই মধ্যে এই রোবট মানবীকে বিয়ে করার ইচ্ছে পোষণ করে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন :


চলছে... সংবাদ সম্মেলন :


সাংবাদিক : আচ্ছা গিট্টু সাহেব, আপনি বিবাহিত হয়েও কেন এ রকম সিদ্ধান্ত নিলেন, তাও আবার রোবটের সঙ্গে?


গিট্টু মামা : আপনারা হয়তো জানেন, সৌদি আরব নাগরিকত্ব দেওয়ার পর মিস সোফিয়া এক সাক্ষাৎকারে বিয়ে করে পরিবার গঠনের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে আমার বউ প্রায় সময় আমায় হেয়প্রতিপন্ন করে বলে, সে নাকি একটা রোবটের সঙ্গে সংসার করে। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।


সাংবাদিক : এর পেছনে আরো কোনো কারণ আছে কি?


গিট্টু মামা : কী যে বলেন! অনেক কারণ রয়েছে :

১. সোফিয়াকে বিয়ে করলে দিনে বা রাতে কোথাও ঘুরে বেড়াতে নিরাপত্তাহীনতায় ভুগব না।


২. বউকে নিয়ে সস্তা লোকাল বাসে দাঁড়িয়ে দিব্যি যাতায়াত করতে পারব। কারণ, তার কোনো অনুভূতি নেই।


৩. বিভিন্ন দেশ ভ্রমণে অর্ধেক খরচ কমে যাবে। কারণ, প্লেনে তার বসার সিট লাগবে না। লাগেজ হিসেবে চালান করে দেবো প্লেনের পেটে।


৪. আমার রোবট ছেলেমেয়েরা যেকোনো পরীক্ষায় খুব সহজেই নকল করতে পারবে। যার মা রোবট, বুঝতেই পারছেন।


৫. বর্তমানে সবাই যখন ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেমেছে, তখন এ রকম সুযোগ মিস করা ঠিক হবে না।


সাংবাদিক : আপনার কি বুদ্ধি-বিবেক লোপ পেয়েছে?


গিট্টু মামা : আজকের যান্ত্রিক দুনিয়ায় শুধু ধনসম্পদকে প্রাধান্য দিয়ে অনেকেই যখন রোবটের মতন জীবনযাপন করছেন, সে ক্ষেত্রে আমার সিদ্ধান্ত ভুল কোথায়?


সাংবাদিক : আচ্ছা, রোবটের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে আপনি এর খরচ বহন করার ক্ষমতা রাখেন কি?


গিট্টু মামা : দেখুন, আমি একজন পেঁয়াজ ব্যবসায়ী। তা ছাড়া বিয়ের পর আমরা সৌদি আরবেও স্যাটেল হতে পারি।


সাংবাদিক : আপনাকে ধন্যবাদ।


গিট্টু মামা : আপনাকেও ধন্যবাদ। আচ্ছা আপনি কি রোবট সাংবাদিক?


সাংবাদিক : জি।