এক বোকা তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। খালি হাতে তো আর যাওয়া যায় না। তাই দুই কেজি আম কিনে নিয়ে যাচ্ছিল। পথে ইকবালের সঙ্গে দেখা-
ইকবাল : কোথায় যাচ্ছিস?
বোকা : আমার বন্ধু মন্টুর কাছে।
ইকবাল : আম নিস না। তুই বরং কিসমিস নিয়ে যা।
বোকা লোকটি গুনে দেখলো দুই কেজিতে ৭টি আম। তাই আমের পরিবর্তে মন্টুর কাছে ৭টি কিসমিস নিয়ে হাজির হলো। মন্টু তো রেগে আগুন। কিসমিসগুলো ওর মুখে ছুঁড়ে মারলো।
বোকা : হা হা হা, ইকবাল তাহলে আমার ভালোই চায়। কিসমিসের জায়গায় আম হলে আমার মুখটার অবস্থা এখন ১২টা বেজে যেতো।