প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ধর্ষণ করে শাস্তি দিল পিতা-ভাই!

ভয়ানক অন্যরকম খবর November 29, 2017 5,036
প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ধর্ষণ করে শাস্তি দিল পিতা-ভাই!

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় পরিবারের সবাই মিলে ধর্ষণ করেছে এক নারীকে। নারীটিকে তার বাবা, ভাইসহ পরিবারের চার সদস্য ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের উত্তর প্রদেশে এই ধরণের বর্বরোচিত ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের ধানেদে গ্রামের এক নারী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের পুরুষ সদস্যরা। পরবর্তীতে তার বাবা, ভাই ও দুই চাচা মিলে তাকে ধর্ষণ করে।


পুলিশ কর্মকর্তা কুশাল পাল সিং জানিয়েছেন, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশনায় অভিযুক্ত চার ব্যক্তির বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।


অভিযোগে ওই নারী জানিয়েছেন, ধর্ষণের পরে তাকে হত্যার হুমকিও দিয়েছে নিজ পরিবারের এই সদস্যরা। এমনকি তাকে বাড়িতে আটকেও রাখা হয়েছিল। ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষিতার জবানবন্দি রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কুশাল। -অনলাইন