বাসে এক ছিনতাইকারী এক যাত্রীর পকেটে হাত ঢুকাচ্ছিল। কিন্তু যার পকেটে হাত ঢুকাচ্ছিল, তিনি টের পেয়ে বললেন- যাত্রী : এই যে ভাই, আপনি আমার পকেটে হাত ঢুকাচ্ছেন কেন?
ছিনতাইকারী : সরি! আমি মনে করেছিলাম, এটা আমার পকেট।
এসময় যাত্রীও চট করে চিনতাইকারীর গালে একটা থাপ্পড় মারলেন। ছিনতাইকারী অবাক হয়ে-
ছিনতাইকারী : ভাই, আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন?
যাত্রী : সরি! আমি মনে করেছিলাম, এটা আমার গাল।