সিএনজি অটোরিকশার কাল্পনিক সাক্ষাৎকার

মজার সবকিছু November 23, 2017 1,538
সিএনজি অটোরিকশার কাল্পনিক সাক্ষাৎকার

সিএনজি অটোরিকশাচালকদের দেওয়া আট দফা দাবির ৩ নম্বর দাবিতে অ্যাপনির্ভর পরিবহণ সেবা বন্ধের দাবি জানানো হয়। এরই সূত্র ধরে রম্যরস একটি অটোরিকশার কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছে।


রম্যরস : অনেকেই বলছে, আপনাদের চালক ভাইদের আট দফা দাবি অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত।


সিএনজি : আচ্ছা যখন সিটিং সার্ভিস সিটিং বলে ফিটিং দিচ্ছে সেদিকে তাদের নজর পড়ে না। আর আমার মালিক সামান্য কিছু বাড়তি টাকা কামাই করে ভাবিসহ সপ্তাহে একদিন সিনেপ্লেক্সে যাচ্ছে এতেই তাঁদের প্রতি কুনজর।


রম্যরস : অ্যাপভিত্তিক সেবা নিয়ে কিছু বলার আছে?


সিএনজি : দেখুন মালিকের অনুমতি ছাড়া এ সম্পর্কে মুখ খুলতে পারব না। তবে মোটরসাইকেল সেবা সম্পর্কে শত শত অভিযোগ আছে।


অভিযোগ ১ : তারা লেডিস ইউজার পেলেই আকিয়ে বাঁকিয়ে ফুল স্পিডে বাইক চালায় এবং সময় বুঝে ব্রেক কষে।


অভিযোগ ২ : তাদের বাইকে মেয়েদের ধরবার মতো সুবিধাজনক হ্যান্ডেল নেই। কিন্তু আমরা এই দিক দিয়ে একদম ১০০% নিরাপত্তা দেই।


রম্যরস : ধন্যবাদ সিএন জি ভাই।


সিএনজি : আর একটা কথা কিছুদিনের মধ্যেই আমাদের অ্যাপ বাজারে আসছে। তাই বাস হেলপারদের বলবেন আমাদের যেন ‘প্লাস্টিক’ বলে সম্বোধন না করে। আমাদেরও সম্মান আছে।