পা নেই, চলতে পারেন না তবুও নামাজ ছাড়েননি এই ব্যক্তি

ইসলামিক সংবাদ April 20, 2016 1,488
পা নেই, চলতে পারেন না তবুও নামাজ ছাড়েননি এই ব্যক্তি

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে। যারা সুস্থ ও সবল হওয়ার পরেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন না। অথচ প্রতিটি মুসলমানের জন্য মহান আল্লাহ পাক নামাজ ফরয করে দিয়েছেন।


আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা অসুস্থ কিংবা পঙ্গু, তবুও মহান আল্লাহ তায়ালার নির্দেশে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। তেমনই এক প্রতিবন্ধী ব্যক্তির নামাজ আদায়ের ছবি নিয়ে ফেসবুকে রীতিমতো ঝড়ের সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সম্ভবত পার্ক কিংবা রাস্তার পাশে বসার কোন স্থানে নামাজ আদায় করছেন।


প্রতিবন্ধী হওয়া শর্তেও আল্লাহর প্রতি ভয় মুগ্ধ করেছে কোটি মানুষের হৃদয়। অনেকেই কমেন্টস লিখেছেন- ‘আমাদের ঈমান কি এতোই দূর্বল হয়ে গেল, উনি একজন প্রতিবন্ধী হওয়ার পরও নামাজ আদায় করছেন। আর আমরা সুস্থ সবল হওয়ার পরও আল্লাহকে ভয় করি না।


অন্য এক ব্যক্তি কমেন্টস করেছেন, ‘সামান্য একটি মশার ভয়ে যদি আমরা মশারিতে ঢুকতে পারি, তাহলে জাহান্নামের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারি না?


তবে ফেসবুকে ঝড় তোলা সেই ছবিটি কার কিংবা কোথায় থেকে কে তুলেছেন তা জানা যায় নি।