নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন-
১. যদি গভীর রাতে কেউ আপনার ঘরে আসে।
২. আপনার পাশে এসে বসে।
৩. আপনার শরীর স্পর্শ করে।
৪. আপনার গালে খোচা মারে।
মনে রাখবেন-
তাহলে রোমাঞ্চিত হওয়ার কিছু নেই। কারণ আপনার মশারির ভেতর মশা ঢুকেছে। দ্রুত থাপ্পড় মারুন।