তুই যে আমার পোলা

ছেলে ও মা কৌতুক November 19, 2017 5,233
তুই যে আমার পোলা

বাচ্চা তার মাকে জিজ্ঞেস করলো-


বাচ্চা : আম্মা আমি কিভাবে হইছিলাম?


মা : আমি একটা পাতিলে মাটি ভরে রেখে দিছিলাম। কিছুদিন পর ওইখানে তোমারে পাইছি!


এ কথা শুনে বাচ্চাটিও একটি পাতিলে মাটি ভরে রেখে বাড়ির পেছনে রেখে এলো। কিছুদিন পর গিয়ে দেখলো তার রাখা মাটির পাতিলে একটা ব্যাঙ বসে আছে।


বাচ্চা : মনে তো চাইতাছে তোরে গুলি কইরা দেই। কিন্তু কী করমু? তুই যে আমার পোলা।