খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা

ছেলে ও মা কৌতুক October 11, 2017 4,190
খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা

একদিন এক ছেলে তার পড়ার কক্ষে বসে জোরে জোরে কবিতা আবৃত্তি করছে. . .


‘থাকব নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে।’


কবিতা শুনে রান্নাঘর থেকে তার মা এসে বললো. . .


মা : কিরে ছনেট, এসব কি আবোল-তাবোল বলছিস?


ছেলে : না মা, এসব আমার কথা নয়; নজরুলের কথা।


মা : তোকে কতদিন বলেছি, ওইসব খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করবি না।