পৃথিবীতে ধর্মান্তরিত হওয়ার ঘটনা যুগ যুগ ধরে চলে আসছে। কখনো ইচ্ছায় বা কখনো অনিচ্ছায় ঘটেছে এই ধর্মান্তকরণ প্রক্রিয়া।
এই ধারাবাহিকতায় সম্প্রতি নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টোটেনহ্যাম হটস্পারেরস্ট্রাইকার ইমানুয়েল এডিবায়োর। তিনি আফ্রিকার দেশ টোগোর সর্বোচ্চ গোলদাতা (২৮ গোল) খেলোয়াড়।
কেন তিনি ধর্মান্তরিত হলেন, ইংরেজি দৈনিক দ্য হেরাল্ডের এমন প্রশ্নে বোমা ফাটালেন তিনি।
এডিবায়োর বলেন, স্বয়ং যিশু খ্রিস্ট তাকে ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত করেছেন।
ইমানুয়েলের মতে খ্রিস্টান ও ইসলাম ধর্মের মধ্যকার মিলগুলোই তাকে সত্যের পথ দেখিয়েছে। তিনি বলেন, বাইবেলে যিশু বলেছেন স্রষ্টা একজন। স্রষ্টা হিসেবে একজনকেই মানতে হবে। একই কথা বলা আছে পবিত্র কোরআনেও।
’নিজের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে ইমানুয়েল বলেন, মুসলমানরা যেমন শূকরের মাংসকে খাবার অযোগ্য মনে করে, একইভাবে যিশুও শূকরের মাংস খেতেন না।
’ইমানুয়েল আরও বলেন, যিশুও প্রার্থনার আগে মুসলমানদের মতো মুখমণ্ডল, হাত ও পা ধুতেন। এছাড়া যিশু ও অন্য নবীরা মাটিতে মাথা রেখে প্রার্থনা করতেন। আর এসব কিছুই আমাকে ইসলাম থর্ম গ্রহণ করতে উৎসাহ দেয়।
২০০৮ সালে ইমানুয়েলকে আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার খেতাব জেতেন।