প্রতিবেশির মুরগিকে অপহরণ ও ধর্ষণ! গ্রেপ্তার পাকিস্তানি কিশোর!

সাধারন অন্যরকম খবর November 15, 2017 2,983
প্রতিবেশির মুরগিকে অপহরণ ও ধর্ষণ! গ্রেপ্তার পাকিস্তানি কিশোর!

যে দেশে নারীদের নিরাপত্তাই এক বিশাল প্রশ্নের মুখে, সেই পাকিস্তানে এবার এক মুরগির শ্লীলতা হানির দায়ে গ্রেপ্তার করা হল এক কিশোরকে। আর এই আজব ঘটনায় তাজ্জব এলাকাবাসী।


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক মুরগির শ্লীলতাহানির দায়ে মানসাব আলি নামে এক ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্ত কিশোর মেনে নিয়েছে যে সে যৌন অবসাদে ভুগে এই কাজ করেছে।


ঘটনার সম্পর্কে এইটুকু তথ্যে যদি আপনি অবাক হয়ে যান, তাহলে আরও শুনুন! পাকিস্তানের হাফিজাবাদ পুলিশের কাছে অভিযোগ যায় ১৪ বছরের মানসাব তার পাশের বাড়ির আনসার হুসেনের মুরগিকে ‘অপহরণ’ করে ‘ধর্ষণ’ করেছে। ঘটনার প্রেক্ষিতে হাজির করা হয় প্রত্যক্ষদর্শীদেরও।


এরপরই হাফিজাবাদ পুলিশ, আক্রান্ত মুরগির স্বাস্থ্যপরীক্ষা করে তার যৌন হেনস্থা তথা শ্লীলতাহানির বিষয়টি নিশ্চিত হয়। আর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মানসাবকে। পাকিস্তান পুলিশের দাবি, যৌন অবসাদে ভুগে এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত মনসাব।


সূত্র: টাইমস অফ ইন্ডিয়া